▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এল রে দুনিয়ায়
আয় রে সাগর আকাশ বাতাস, দেখবি যদি আয়।।
ধুলির ধরা বেহেশ্ত আজ
জয় করিল, দিল রে লাজ,
আজকে খুশীর ঢল নেমেছে ধূসর সাহারায়।।
দেখ আমিনা মায়ের কোলে
দোলে শিশু ইসলাম দোলে,
কচি মুখের শাহাদাতের বানী সে শোনায়।।
আজকে যত পাপী তাপি
সব গুনাহের পেল মাফি
দুনিয়া হতে বে-ইনসাফী জুলুম নিল বিদায়।।
নিখিল দরুদ পড়ে ল'ইয়ে ও নাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসাল্লাম
জীন পরী ফেরেশ্তা ছালাম জানায় নবীর পায়।।
-কাজী নজরুল ইসলাম-
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Title : ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ
Voice:Albina Tasnin Tabassum
Record Label: NB Islamic Tune
Editor: S M Nur Mohammad
0 মন্তব্যসমূহ